কিওয়ার্ড ডেনসিটি প্রমিনেন্স ও প্রক্সিমিটি কি!!

প্রথমেই বলেছি আমি প্রফেশনাল আরটিকেল রাইটার না। নিজের প্রয়োজনে আরটিকেল রাইটিং নিয়ে পড়াশুনা করতে গিয়ে নতুন কিছু বিষয় শিখলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি হয়ত যারা আরটিকেল রাইটিং এর সাথে জরিত বা ওয়ার্কারদের দিয়ে আর্টিকেল লিখিয়েনেন তাদের কাজে লাগবে তাই বিষয় গুল আপনাদের সাথে শেয়ার করছি।

কিওয়ার্ড ডেনসিটি ( Keyword Density )

কিওয়ার্ড ডেনসিটি হল একটি কিওয়ার্ড একটি আরটিকেলে কতবার ব্যাবহার করা হয়েছে তার ঘনত্বকে বুঝায়। ধরাযাক ‘ওয়েব হোষ্টিং’ টপিকে ৫০০ ওয়ার্ডের একটি আরটিকেলে লিখা হয়েছে তাহলে সর্বচ্চ ১৫ বার ওয়েব হোস্টিং ওয়ার্ডটি আর্টিকেল এ রিপিট করা যাবে। কোন কারনে যদি এর বেশিহয়ে যায় তাহলে গুগল আর্টিকেলটিতে কিওয়ার্ড স্টাফিং (Keyword stuffing) হয়েছে হিসেবে গন্য করে। তবে প্রফেশনাল আরটিকেল রাইটিং এক্সপার্ট রা সাজেস্ট করে কিওয়ার্ডের ডেনসিটি ২ পাসেন্টের নিচে রাখার। সর্বচ্চ ডেনসিটি ৩% তবে সব সময় ২ % এর নিচে রাখা ভাল। তাই ৫০০ ওয়ার্ডের একটি আর্টিকেলে ১০ বারের চেয়ে কম কিওয়ার্ড রিপিট করলে বেটার।

কিওয়ার্ড প্রমিনেন্স ( Keyword Prominence )

কিওয়ার্ডের প্লেসমেন্ট কে প্রমিনেন্স বলে একটি উদাহরন দিয়ে বলল্লে বিষয়টি হয়ত ক্লিয়ার করে বুঝা যাবে। নিচের সার্চ রেজাল্ট দেখুন Masumul Haque লিখে সার্চ দেয়া হয়েছে টাইটেলের শুরুতেই masumul haque কিওয়ার্ড আছে ওয়েব সাইটের ইউ আর এল ও কিওয়ার্ডটি আছে। যে কিওয়ার্ডের জন্য অাপনার কনটেন্ট অপটিমাইজ করতে চাইছেন সেই কিওয়ার্ডটি কনটেন্টের টাইটেল, ইউ আর এল ও প্রথম প্যারাগ্রাফের প্রথম লাইনে যদি যদি থাকে তাহলে কিওয়ার্ড প্রমিনেন্স ১০০% বলা হয়। অনেকেই অপটিমাইজকৃত কিওয়ার্ডটি তাদের ইউ আর এল এ ব্যাবহার করেন না তার মানে তিনি লেস কিওয়ার্ড প্রমিনেন্স ব্যাবহার করছেন। ইউঅারএল এ কিওয়ার্ডের উপস্থিতি অভিজ্ঞরা পজেটিভ ভাবেই দেখেন।

mhaque

কিওয়ার্ড প্রক্সিমিটি ( Keyword Proximity )

কিওয়ার্ড প্রক্সিমিটি বলতে একটি ওয়ার্ড থেকে অন্য একটি ওয়ার্ডের দুরত্বকে বুঝায় নিচের ইমেজটি লক্ষ করুন Login Script in php লিখে গুগলে সার্চ দেবার পর যে সার্চ রেজাল্ট দেখাচ্ছে Login Script in php কিওয়ার্ডটি বোল্ডহয়ে হয়ে অাছে ও পাশাপাশি অবস্হান করছে সার্চরেজাল্টের ডেসক্রিপসনেও কাংক্ষিত কিওয়ার্ডটি বোল্ড হয়ে আছে। যে কিওয়ার্ড লিখে সার্চ দেয়া হয় তার সবগুল কিওয়ার্ড যদি টাইটেল বা ডেসক্রিপশনে পাশাপাশি অবস্হান করে তাহলে কিওয়ার্ড প্রক্সিমিটি হল ১০০%। সবসময় প্রক্সিমিটি ১০০% নাও হতে পারে। ১০০% কিওয়ার্ড প্রক্সিমিটি সার্চ রেজাল্টের ক্লিকথ্রুরেট (click through rate )বেশি হয়ে থাকে।

Proximity

কিওয়ার্ড ডেনসিটি প্রমিনেন্স ও প্রক্সিমিটি বিষয়ে যদি কারো কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দেবার। পোস্টের বিষয়ে অাপনার যদি শেয়ার করার মত নলেজ ও অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দয়া করে। ধন্যবাদ আপনাকে পোস্টটি পরার জন্য যদি পোস্ট পড়ে ভাল লাগে তাহলে শেয়ার দিয়ে অন্যদের পড়ার সুযোগ করে দিন।