অনলাইন প্রেজেন্সের জন্য ডোমেইন আপনার গুরুত্বপূর্ণ সম্পদ। তাই ডোমেইন কেনার বিষয়ে সতর্ক থাকতে হবে, যাতে সেই সম্পদটা নিজের ভুলে হারিয়ে না যায়।
ডোমেইন নির্বাচনের ক্ষেত্রে সুন্দর, উচ্চারণে সহজ এবং একবার শুনলে মনে রাখা যায় এমন ডোমেইন নির্বাচন করতে হবে। তবে আজকাল এমন ডোমেইন পাওয়াও কঠিন। তারাহুড়া না করে সময় নিয়ে ডোমেইন নির্বাচন করুন।
এখন খুব ভাল নাম নির্বাচন করলেন কিন্তু চিন্তা করলেন অনলাইনে তো ১৫০ টাকায় ডোমেইন বিক্রি করে, সেখান থেকে নিয়ে নেই। এমন ভুল করা যাবে না।