আমার সম্পর্কে

Masum সম্পূর্ণ নাম মোহাম্মদ মাছুমুল হক ডাক নাম মাছুম।
আমার জীবন নিয়ে আমি সুখী ,কাজকর্ম লেখাপড়া কোন কিছু নিয়েই নেই কোন অভিযোগ।

কাজ কর্মের বর্তমান-অতিত
কো-ফাউন্ডার হোস্টপেয়ার এল এল সিপার্পল আইটি লিমিটেড।যেহেতু অনলাইন ভিত্তিক প্রডাক্ট ও সার্ভিস সেল করে থাকি তাই ইন্টারনেট মার্কেটর হিসাবে পরিচয় দিতে সাচ্ছন্দবোধ করি। ফেয়ারট্রেড গ্রুপ এ আইটি ম্যানেজার হিসাবে কর্মরত ছিলাম দির্ঘ ৫ বছর  (২০০৮-২০১২)

লেখাপড়া
বি এস সি ইন ই ই ই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে। এম এস ইন এম আই এস ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে।

অনলাইনে হাতেখরি
অনলাইনে এস টি এম এল ও সি এস এস দিয়ে হাতেখরি আলম ভাইয়ের হাত ধরে ২০০৩ সালে। ইন্টারনেট মার্কেটিং এর অলিগোলির অনেক কিছুই শিখা আসফাক ভাইয়ের কাছ থেকে।

যা ভাল লাগে
যখন তখনে নেট ব্রাউজ করতে। ঘুরতে  ভাল লাগে, ভাল লাগে আড্ডাদিতে, জীবনের অনেকটা সময় ঘুরেছি দেশের আনাচে কানাচে। দেশের সিমানা পার হয়ে কোথাও যাওয়া হয়নি তবে যাব খুব তাড়াতাড়ি।

ইন্সপায়র হই যাদের দেখে
প্যাট ফ্লিন, স্পেন্সর হজ, টুঙ্গট্র্যান