সম্পূর্ণ নাম মোহাম্মদ মাছুমুল হক ডাক নাম মাছুম।
আমার জীবন নিয়ে আমি সুখী ,কাজকর্ম লেখাপড়া কোন কিছু নিয়েই নেই কোন অভিযোগ। আমার জীবন আমি যেভাবে অতিবাহিত করেছি আমি বিশ্বাস করি এর চেয়ে ভাল ভাবে জীবন অতিবাহিত করা যেত না। আমার বিশ্বাস জীবন যেভাবে চলছে তার সবই আগে থেকে প্রি রিটেন।
কাজ কর্মের বর্তমান-অতিত
ফাউন্ডার এক্সনহোস্ট ও পার্পল আইটি লিমিটেড।যেহেতু অনলাইন ভিত্তিক প্রডাক্ট ও সার্ভিস সেল করে থাকি তাই ইন্টারনেট মার্কেটর হিসাবে পরিচয় দিতে সাচ্ছন্দবোধ করি। ফেয়ারট্রেড গ্রুপ এ আইটি ম্যানেজার হিসাবে কর্মরত ছিলাম দির্ঘ ৫ বছর (২০০৮-২০১২)
লেখাপড়া
বি এস সি ইন ই ই ই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে। এম এস ইন এম আই এস ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে।
অনলাইনে হাতেখরি
অনলাইনে এস টি এম এল ও সি এস এস দিয়ে হাতেখরি আলম ভাইয়ের হাত ধরে ২০০৩ সালে। ভাল লাগে যখন তখন নেট ব্রাউজ করতে। ঘুরতে ভাল লাগে, এখন পর্যন্ত ট্রাভেল করেছি ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, ইন্ডিয়া, ভাল লাগে আড্ডাদিতে, জীবনের অনেকটা সময় ঘুরেছি দেশের আনাচে কানাচে।
ভিজিট মাই ব্লগ
আমার ফেইসবুক পেজ
টুইটারে ফলো করুন
রেডিট প্রোফাইল
লিংকডইন প্রোফাইল